Ticker

6/recent/ticker-posts

tvs টেস্ট কি খালি পেটে করতে হয়

 tvs টেস্ট কি খালি পেটে করতে হয়


বর্তমানে রোগ নির্ণয়ের জন্য আলট্রাসাউন্ড একটি আধুনিক প্রযুক্তি। যার মাধ্যমে নারী ও পুরুষের বিভিন্ন সমস্যা নির্ণয় করা যায় । এই আলট্রাসাউন্ড মূলত পেটের হয়ে থাকে। বিভিন্ন ধরনের আলট্রাসাউন্ড রয়েছে। তবে এর মধ্যে একটি হলো টিভিএস আলট্রাসাউন্ড। যা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে করা হয় । তাই আমাদের আজকের এই পোস্টের আলোচ্য বিষয় হলো টিভিএস টেস্ট ।




আমরা আজ এই পোস্টে আলোচনা করব TVs এর পূর্ণরূপ কি, টিভিএস টেস্ট কেন করা হয়, tvs টেস্ট কি খালি পেটে করতে হয়,tvs test কখন করতে হয়, tvs test কিভাবে করা হয়, টিভিএস টেস্ট কি পেইনফুল, tvs পরীক্ষার খরচ।


TVs এর পূর্ণরূপ কি


টিভিএস টেস্ট এর পূর্ণরূপ হল -Transvaginal ultrasound.



টিভিএস টেস্ট কেন করা হয়



মহিলাদের জরায়ু বা পেটে বিভিন্ন ধরনের সমস্যা নির্ণয় করার জন্য টিভিএস আল্টাসাউন্ড অন্যতম।  কারণ এই টিভিএস টেস্ট করানোর মাধ্যমে মহিলাদের জরায়ুতে কোন ধরনের সমস্যা আছে কিনা সেটা নির্ণয় করা যায়।




১.জরায়ুতে ইনফেকশন বা টিউমার সনাক্ত করার জন্য টিভিএস টেস্ট করা হয়।

২.ওভারিতে টিউমার বা সিস্ট দেখা দিলে তা শনাক্ত করার জন্য টিভিএস টেস্ট করা হয়।

৩.Early Pregnancy সনাক্ত করার জন্য টিভিএস টেস্ট করা হয়।

৪.অনেক সময় প্রেগনেন্সি প্রোফাইল পাল্টা সাউন্ড করে বাচ্চার হার্টবিট সনাক্ত করা না গেলে টিভিএস টেস্ট করার মাধ্যমে হার্টবিট সনাক্ত করা হয়।

৫.সাধারণত বাচ্চা জরায়ুতে জরায়ুতে কনসেপ হয় কিন্তু যদি বাচ্চা ফেলোপেইন টিউবে কনসেপ হয় তখন তারা শনাক্ত করার জন্য টিভিএস টেস্ট করা হয়।

৬.যদি বাচ্চা কনসেপ করার পর গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়। তখন গর্ভপাতের লক্ষণ শনাক্ত করার জন্য টিভিএস টেস্ট করা হয়।

৭.বর্তমানে অধিকাংশ মহিলাদের বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিচ্ছে। আর এই বন্ধ্যাত্বের সমস্যা শনাক্তকরণের জন্য টিভিএস টেস্ট জরুরী।

৮.অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দিলে চিকিৎসক টিভিএস টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন। কারণ টেস্ট করার মাধ্যমে বোঝা যায় যে কেন অনিয়মিত মাসিক হচ্ছে।

৯.ওভারিতে পিসিওডি বা পিসিওএস এর সমস্যা দেখা দিলে তা সনাক্তকরণের জন্য টিভিএস টেস্ট করা হয় ।



tvs টেস্ট কি খালি পেটে করতে হয়




প্রায় সব আলট্রাসাউন্ড করার ক্ষেত্রে খালি পেটে থাকতে হয় । তবে টিভিএস টেস্ট হলো পেলভিক টেস্ট। এর মাধ্যমে জরায়ুর বিভিন্ন ধরনের সমস্যা দেখা হয়। সাধারণত টিভিএস টেস্ট করার আগে খালি পেটে না থাকলেও হয়। টিভিএস টেস্ট করানোর আগে অবশ্যই  মুত্রাশায় বা মূত্রথালি খালি করতে হবে।



tvs test কখন করতে হয়





টিভিএস টেস্ট যেকোনো সময় করানো যায়। তবে অনেক সময় চিকিৎসক মাসিকের ১৩তম দিনে টিভিএস টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন। কারণ বন্ধ্যাত্বের চিকিৎসায় মাসিকের ১৩তম দিনে টিভিএস জরুরী।কারণ ডিম্বশায় থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা তা এই টিভিএস টেস্ট করার মাধ্যমে জানা যায়।এছাড়াও আর্লি প্রেগনেন্সি বা বাচ্চার হার্টবিট সনাক্ত করার জন্য চিকিৎসক tvs টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন।




tvs test কিভাবে করা হয়




টিভিএস টেস্ট হলো পেলভিক আল্ট্রাসাউন্ড। টিভিএস টেস্ট মূলত মহিলাদের যৌনি পথে একটি লম্বা সরু প্রুফ ভিতর ঢুকানো হয়। যার মাধ্যমে পেটের বিভিন্ন ধরনের সমস্যা নির্ণয় করা হয়।




টিভিএস টেস্ট কি পেইনফুল





কিছু মনে করেন টিভিএস টেস্টফুল পেইন ফুল। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা । টিভিএস টেস্ট পেইন ফুল টেস্ট নয়।  টিভিএস করার সময় লম্বা সরু একটি প্রুফ যৌনি পথ দিয়ে ভেতরে ঢোকানো হয় এ সময় অতিরিক্ত ব্যথা অনুভূত হয় না। তবে টিভিএস টেস্ট মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ  আলট্রাসাউন্ড। পেটে কোন ধরনের সমস্যা দেখা দিলে মহিলাদের টিভিএস টেস্ট করানো উচিত। কারণ এর মাধ্যমেই সবথেকে বেশি সঠিক  রোগ নির্নয় করা যায়।




tvs পরীক্ষার খরচ




বর্তমানে সব থেকে প্রচলিত আল্ট্রাসাউন্ড হলো টিভিএস আল্ট্রাসাউন্ড। বর্তমানে অধিকাংশ চিকিৎসক টিভিএস  আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দিয়ে থাকেন। নিচে এই tvs আল্ট্রাসাউন্ড খরচ সম্পর্কে আলোচনা করব।


 

টিভিএস টেস্টের নাম


মূল্য তালিকা


USG of TVS Ultrasonography


২৫০০  টাকা

USG of TVS with Folliculometry


২৫০০ টাকা

USG of TVS with SIS


৩৫০০ টাকা

USG Transvaginal of pelvis organs (TVS)


৪০০০ টাকা

Doppler USG of TVS


৪০০০ টাকা

Ultrasonogram of Pregnancy Profile with TVS 


৪০০০ টাকা

USG TVS + PVR 


৪০০০ টাকা

Ultrasonogram of TVS with vascularity/color doppler
 
৪০০০ টাকা

Ultrasonogram of TVS with Doppler Study (R) 


৪৫০০ টাকা





সর্বোপরি সর্বোপরি আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা টিভিএস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যে কেন টিভিএস টেস্ট করা হয়  টিভিএস টেস্ট কখন করা হয় বা টিভিএস টেস্ট কিভাবে করা হয় এবং টিভিএস টেস্টের খরচ কত।

Post a Comment

0 Comments